হজ প্যাকেজ ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
আসন্ন মৌসুমের জন্য হজ প্যাকেজ ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
এর আগে প্রথম তিন ধরনের প্যাকেজ প্রস্তাব করেছে ধর্ম মন্ত্রণালয়।
প্রস্তাবিত হজ প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা, যা গত বছর ছিল ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার টাকা, গেল বছর ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা। আর নতুন প্যাকেজ-৩-এর ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ বছর মোট হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারিভাবে হজ করতে যাবেন ১৭ হাজার ১৯৮ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। তবে আরেকটি কোম্পানি যুক্ত করার চিন্তা করা হচ্ছে।